জন্মভূমি ডেস্ক : ময়মনসিংহে হরতালের সমর্থনে মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল। আজ সোমবার (২০ নভেম্বর) সকালে বাকৃবি ক্যাম্পাসে মিছিল করে তারা।
বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান ও সদস্য সচিব মো. শফিকুল ইসলামের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় সরকারের পদত্যাগের স্লোগান দেয় তারা।
এদিকে, হরতালের কারণে নগরীর রাস্তায় যানবাহন ছিল হাতেগোনা। আজ সকাল থেকে এ পর্যন্ত জেলা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীর রাস্তায় ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচল ছিল স্বাভাবিক। খুলেছে কাঁচাবাজার ও দোকানপাট।
অন্যদিকে, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা। এ ছাড়া নগরীর বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।