
জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা? উপজেলার ৮নং চাঁদপুর ইউনিয়নের সোনার দাঁড়িল গ্রামের জামাল জোয়ার্দ্দার নামে এক কৃষকের ৫কাঠা জমির কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃৃত্তরা। শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সোনার দাঁড়িল গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে,সোনার দাঁড়িল গ্রামের ১নং ওয়ার্ডের জামাল হোসেন জোয়ার্দার এর ছেলে নাসির হায়দার, ৫কাঠা জমিতে কলা বাগান করেছে।কলাগাছ বড় হয়ে ফল দেওয়া শুরু করেছে। রাতে যেকোন সময় ফলন্ত কলা গাছগুলো দুর্বৃত্তরা কেটে দিয়েছে। ক্ষতিগ্রস্ত চাষি নাসির হায়দার বলেন, ‘আমার সঙ্গে কার কী শত্রুতা আছে, তা জানা নেই। কী কারণে এই সর্বনাশ করল, তা–ও বুঝতে পারছি না।তবে পাশের মান্দার তলা গ্রামের শুকুর আলী মন্ডলের ছেলে মিলন মন্ডলের সাথে তিন/চার দিন আগে কলাগাছের ডাগো কাটা নিয়ে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মিলন মন্ডলই এই ঘটনা ঘটিয়েছে বলে তারা জানতে পেরেছে।আশা করছি, পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।