তালার মিঠাবাড়ি গ্রামে আনন্দের বন্যা
গাজী জাহিদুর রহমান, তালা : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের পর প্রথমবারের মতো এলাকায় ফিরে গণমানুষের ভালোবাসায় সিক্ত হলেন লায়লা পারভীন সেজুঁতি। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব, তালার বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ স. ম আলাউদ্দীনের কন্যা। তালা উপজেলার কৃতি সন্তান লায়লা পারভীন সেঁজুতির আগমনের খবরে খুলনার আঠারো এলাকা থেকে শুরু করে সাতক্ষীরা পর্যন্ত পথে পথে তোরণ তৈরি করা হয়। তাকে শুভেচ্ছা জানাতে মাইক্রো, পিকআপ, মোটরসাইকেল যোগে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর সড়ক পথে আঠারো মাইলে পৌঁছালে মুক্তিযোদ্ধা জেলা কমান্ড, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, তালা উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, তালা ও পাটকেলঘাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও হাজারো জনতার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
তালা উপজেলা যুবলীগের সাধারণে সম্পাদক ও জেলা কমিটির যুগ্ন-আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোল বলেন, তালা উপজেলার কৃতি সন্তান আধুনিক সাতক্ষীরার রূপকার শহিদ স.ম আলাউদ্দিনের কন্যা লায়ল পারভীন সেঁজুতি মনোনয়ন পাওয়ায় তালাসহ পুরো জেলার মানুষ খুশি।
এদিকে বিকালে নিজ বাড়ি তালার মিঠাবাড়ি গ্রামে পৌছালে সেখানে আনন্দের বন্যা দেখা যায়। এ সময় নিজ এলাকার মানুষের অকৃতিম ভালোবাসা পেয়ে আবেগ আল্পুত হয়ে যান এবং বাবার কবরের পাশে এসে কান্নায় ভেঙ্গে পড়েন সেঁজুতি।
মিঠাবাড়ি গ্রামের ষাটোর্ধ্ব জেলেখা বিবি বলেন, ‘সেঁজুতির বাবা বেঁচে থাকলে আমাদের এলাকার আনেক উন্নয়ন হতো। আমাদের মেয়ে সেঁজুতি এমপি হচ্ছে এতে পুরো এলাকার মানুষ খুশি। আমাদের এলাকার মানুষের মধ্যে ঈদের আনন্দ হচ্ছে। সেঁজুতি তার বাবার স্বপ্ন পুরণ করবে।’
প্রসঙ্গত, সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সর্বকনিষ্ঠ প্রাদেশিক পরিষদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ স. ম আলাউদ্দীনের কন্যা এবং সাতক্ষীরায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের আন্দোলন সংগ্রামের প্রবাদ পুরুষ সাংবাদিক আবুল কালাম আজাদের স্ত্রী লায়লা পারভীন সেজুঁতি পিতার পথ ধরেই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দিন-রাত ছুটে চলেন জেলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে। ৭৫’ পরবর্তীতে বিএনপির শাসনামলে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর নামে প্রথম প্রতিষ্ঠান হিসেবে ‘বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল ও কলেজ’ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ স. ম আলাউদ্দীন যে অনন্য কীর্তি গড়েছিলেন, তারই পথ ধরে সাতক্ষীরায় মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও জনবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে বাবার পথ অনুসরণ করেই এগিয়ে যাচ্ছেন লায়লা পারভীন সেজুঁতি।