
খুবি প্রতিনিধি : বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর সারাদেশের ন্যয় বিক্ষোভ শুরু হয়েছে যা খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসেও।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে প্রতিবাদ মিছিল নিয়ে শিক্ষার্থীরা আধিপত্যবাদবিরোধী স্লোগাম। হাদী চত্ত্বরে জড় হন। হাদী চত্বর থেকে মিছিল নিয়ে জিরো ঘুরে এসে বিশ্ববিদ্যালয়ের প্রধানফটক শহীদ মীর মুগ্ধ তোরণের সম্মুখে অবস্থান নেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’; ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’। ইত্যাদি স্লোগানে উত্তাল হয়ে ক্যাম্পাস
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। অচলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।
গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
ঢাকায় হাদির অস্ত্রোপচারে অংশ নেওয়ো নিউরোসার্জন আব্দুল আহাদ বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাদের হাদির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের ফেইসবুক পেইজে এক বার্তায় বলা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”

