জন্মভূমি রিপোর্ট : আজ ২৩ মাঘ। প্রকৃতিতে ফাগুনের আগমনী বার্তা উকি দিচ্ছে। গত দু’- তিন দিন ধরে দিনের বেলা হালকা গরম এবং সন্ধার পর থেকেই হালকা শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে সকাল পর্যন্ত অপেক্ষাকৃত শীত বেশি অনুভূত হচ্ছে। সূর্য উত্তাপ ছড়াতে শুরু করার পর শীত লুকাচ্ছে। এ পরিস্থিতি আরো ১০ থেকে ১৫ দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস কর্তৃপক্ষ পূর্বাভাস দিয়েছেন।
সূূত্রমতে, গতকাল থেকে খুলনার আকাশে মেঘ ভাসছে। আজ দু’-একটি স্থানে হালকা গুড়ি-গুড়ি বৃষ্টিপাত হতে পারে। মেঘময় আকাশ এবং সূর্যের আলোর তীব্রতা বেড়ে যাওয়ায় দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, রাতে কমছে। সোমবার খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে-১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ দৈনিক জন্মভূমিকে বলেন, ৭ ফেব্রুয়ারি থেকে আকাশ মেঘমুক্ত হতে পারে। তখন শীত সামান্য বাড়তে পারে। আজ সূর্যদয় ভোর ৬ টা ৩৮ মিনিটে এবং সন্ধ্যা ৫ টা ৩৭ মিনিটে সূর্যাস্তের পূর্বাভাস রয়েছে।