জন্মভূমি ডেস্ক : ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, রবিবার তাকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবরে বলা হয়েছে, মৃদু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সোনিয়া গান্ধী। বর্তমানে তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।
চলতি বছর এর আগে সোনিয়া গান্ধী দুইবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ১২ জানুয়ারি ভাইরাল শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিত্সার জন্য স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া। ছাড়া পান ১৭ জানুয়ারি। পরবর্তী সময়ে একই হাসপাতালে গত ২ মার্চ জ্বর নিয়ে ভর্তি হন তিনি।
সোনিয়া গান্ধী বিরোধীজোট ইন্ডিয়ার এক বৈঠকে মুম্বাইয়ে গত ৩১ আগস্ট হাজির হয়েছিলেন। দু'দিনের এই বৈঠক শেষ হয় ১ সেপ্টেম্বর ৷ সেইসময় উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং পুত্র রাহুল গান্ধি৷
সোনিয়া গান্ধী ইতালীয় বংশোদ্ভূত ভারতীয় রাজনীতিবিদ। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর স্ত্রী।
১৯৬৮ সালে রাজীব গান্ধীর সাথে বিবাহ হয় সোনিয়ার। ১৯৯১ সালে রাজিব গান্ধী হত্যার শিকার হওয়ার দীর্ঘদিন পর ১৯৯৭ সালে তিনি রাজনীতিতে পা রাখেন। পরের বছর জাতীয় কংগ্রেসের সভাপতি হন। সরাসরি ভারতের প্রধানমন্ত্রী না হলেও দলের শীর্ষে থেকে কংগ্রেসকে সরকারকে সহায়তা করেছেন তিনি।
সোনিয়া গান্ধী ভারত সরকারের কোনও সরকারি পদে কখনও ছিলেন না। তারপরও তাকে দেশটির অন্যতম শক্তিশালী রাজনীতিবিদ হিসাবে বর্ণনা করা হয় এবং প্রায়শই বিশ্বের সবচেয়ে শক্তিশালী নারীদের তালিকায় তাকে দেখা যায়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত