ডেস্ক রিপোর্ট : সোরোকা হাসপাতালকে লক্ষ্যবস্তু করে ইরান ‘রেড লাইন’ অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো। খবর আলজাজিরার।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরাইলের বে'র শেভা’র সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।পাশাপাশি পূর্বে তেল আবিব এবং রামাত গান এবং দক্ষিণে হলনেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানা গেছে।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রকাশিত ছবিতে হাসপাতালের ক্ষয়ক্ষতির অবস্থা দেখানো হয়েছে। সেখান থেকে সাংবাদিক ইমানুয়েল ফ্যাবিয়ান জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাসপাতালের একটি ছাদ ধসে পড়েছে।
হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাপ জানা যায়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
এ হামলার বিষয়ে ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো বলেন, ইরান দেশের দক্ষিণে বে'র শেভায় সোরোকা হাসপাতালকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করে ‘রেড লাইন’ অতিক্রম করেছে।
বুসোকে উদ্ধৃত করে ইসরাইলি সেনাবাহিনী রেডিওতে বলা হয়েছে, ‘এটি ইরানি শাসকগোষ্ঠীর দ্বারা সংঘটিত একটি যুদ্ধাপরাধ। ‘
এর আগে ১৭ জুন ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরাইল হামলা চালিয়েছিল।
শুক্রবার (১৩ জুন) থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৩২০ জনেরও বেশি। ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস এ তথ্য জানিয়েছে।
হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস আরও বলেছে, নিহতদের মধ্যে ২৬৩ বেসামরিক নাগরিক এবং ১৫৪ নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় দেয়নি সংস্থাটি।
যদিও ইরান এখনো পর্যন্ত ইসরাইলি হামলা চলাকালে নিয়মিতভাবে হতাহতের তথ্য দেয়নি। ইরানের সর্বশেষ তথ্য অনুসারে, ইসরাইলি হামলায় ২২৪ জন নিহত ও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।
অবশ্য ইসরাইলের হামলার জবাবে তেলআবিবে পালটা হামলা অব্যাহত রেখেছে তেহরান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত