ক্রীড়া প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেদিনের অনুশীলনে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ম্যাথু ফোর্ডের মারা একটি বল লাগে তাঁর মাথার বাঁ পাশে। মাথা ফেটে রক্ত ঝরতে থাকলে প্রাথমিক শুশ্রূষা শেষে দ্রুত চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়। গত দুই দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর অবশেষে হাসপাতাল ছেড়েছেন মুস্তাফিজ।
তাঁকে ঢাকায় কুমিল্লার টিম হোটেলে পাঠানো হচ্ছে। মুস্তাফিজের দল কুমিল্লা গতকাল এক সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
মুস্তাফিজের সর্বশেষ অবস্থা নিয়ে কুমিল্লা দলের ফিজিও এস এম জাহিদুল ইসলাম বলেছেন, ‘গতকাল রাতে আমরা দ্বিতীয়বারের মতো মুস্তাফিজের সিটি স্ক্যান করাই এবং নিউরোসার্জন ও বিসিবির সঙ্গে পরামর্শ করি। ভ্রমণের ছাড়পত্র পাওয়ার পর আমরা মুস্তাফিজকে ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ঢাকার টিম হোটেলে পাঠিয়ে দিয়েছি।
মুস্তাফিজের চোটের বর্তমান অবস্থা জানিয়ে বলেন, ‘তার ক্ষত পরিষ্কার রয়েছে এবং সেরে উঠছে। আমরা আগামী তিন দিন ড্রেসিং করানো অব্যাহত রাখব এবং এরপর আগামী ২৩ ফেব্রুয়ারি ফের নিউরোসার্জনের সঙ্গে পরামর্শ করব।’