
খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এস এম কামাল হোসেনের যোগিপোল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচনী অফিসের নৈশ প্রহরী, আওয়ামী লীগ কর্মী হাসান ফরাজীর গায়ে আগুন দেওয়ার ঘটনায় যোগিপোল ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ আকাশ (২৫) কে খানজাহান আলী থানা পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, যোগিপোল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সোহরাব ফরাজীর পুত্র হাসান ফরাজীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনায় জড়িত এমন সুনির্দিষ্ট প্রমানে মোঃ আকাশ নামের এক ছাত্রদলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। খানজাহান আলী থানাধিন শিরোমণি বাজারস্থ বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে গত ৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আটককৃত আকাশ যোগিপোল নিকারীপাড়ার মোঃ আজিজুর ইসলামের পুত্র।
উল্লেখ্য এই ঘটনায় ৭নং ওয়ার্ড বিএনপির পাঁচ নেতা-কর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ৩/৪ জন আসামি করে ভিকটিম হাসান ফরাজী বাদী হয়ে মামলা করেছে (মামলা নং-১, তাং ০৫/০১/২৪)।