
জন্মভূমি ডেস্ক : সমালোচনার ঝড় উঠলেও হিজাব নিয়ে নিজেদের কঠোর অবস্থান থেকে যে এক চুলও নড়বে না, ফের একবার তা স্পষ্ট করে দিল ইরান সরকার। হিজাব ছাড়া এক অভিনেত্রীর ছবি দিয়ে পোস্টার ছাপানোয় দেশটিতে হতে চলা এক চলচ্চিত্র উৎসবকে নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ মেহেদি ইসমাইলি। সরকারের ওই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো ক্ষুব্ধ চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িতরা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে ১৩তম ইরানি শর্ট ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসের আয়োজন করেছিল ইরানিয়ান শর্টফিল্ম অ্যাসোসিয়েশন (আইএসএফএ) নামে একটি সংস্থা। আসন্ন চলচ্চিত্র উৎসবের জন্য ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডেথ অব ইয়ার্জগাদ’ ছবির অভিনেত্রী সুসান তাসলিমির একটি হিজাব ছাড়া ছবি পোস্টারে ব্যবহার করেছিল। ব্যাস আর যায় কোথায়? আয়াতুল্লা আলি খামেইনির সরকার যেখানে সব নারীর মাথায় হিজাব পরানোর জন্য কোমর বেঁধে ঝাঁপিয়েছে, সেখানে ওই পোস্টার সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছে বলেই মনে করছেন ইরানের সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ মেহেদি ইসমাইলি। তিনি হিজাব ছাড়া নারীর ছবি ব্যবহার করায় আইএসএফএ চলচ্চিত্র উৎসবের ১৩তম আসর বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হওয়ার চার বছর পর মধ্যপ্রাচ্যের দেশটির শাসকরা ১৯৮৩ সালে নারীদের জন্য বাধ্যতামূলকভাবে হিজাব পরার আইন জারি করে। যদিও গত বছর সেপ্টেম্বর মাসে হিজাব না পরার দায়ে ধৃত কুর্দি তরুণী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর হিজাব বিরোধী আন্দোলনে কেঁপে ওঠে ইরানের রাজপথ। নারীরা রাজপথে নেমে বিক্ষোভ দেখান। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ প্রাণ হারান।

