
বিজ্ঞপ্তি : বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনা। গতকাল রবিবার বিকেলে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে যোগদানের মধ্যদিয়ে মিছিলটি শেষ হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনার আহবায়ক ডাঃ প্রদীপ দেবনাথের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফ্রন্টের সদস্য সচিব ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্ত, বাবু ব্রজেন ঢালী, নারায়ন মিশ্র, তপন কুমার ঘোষ, উজ্জল দাস, কৌশল্যা রায়, কলিঙ্গ রাজ, সুজানা জলি, অমিত মল্লিক, সরজিৎ ঘোষ দেবেন, যোঙ্গেশ্বর সানা কার্তিক, নীলাদ্রি সরদার, সুদিপ্ত মল্লিক, রমেন রায়, তপন কুমার মন্ডল, গৌতম মন্ডল, বীরেশ্বর মন্ডল, দেবদাস বিশ্বাস, জয়দেব কুমার পলক, জীবন কুমার মন্ডল, রাজু দাস, লিটন কুন্ডু, অমল মন্ডল, নিলৎপল নিলয়, গোবিন্দ বিশ্বাস, বিশ্বজিৎ গোলদার, শংকর কুমার দে, গৌর বিশ্বাস, সুভাষ কুন্ডু, অমিত দাস, লিটন সাহা, মাধব পাল, মনোজ কুমার সাহা, শিপন হাজরা, সবুজ মালি ও রতন মল্লিক প্রমুখ।