
জন্মভূমি ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার কে এন নিয়তি রায় সমকালকে এ তথ্য জানান। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।
সোমবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। বর্তমানে হিরো আলম রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে চারজনকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের সদস্যরা।