
বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয়া সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) আঞ্চলিক পরিচালক মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মেধা, মননশীলতা এবং যোগ্যতা মানুষকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেয়। আর এই যোগ্যতা অর্জনের লক্ষ্যে পরিবারের একটি দক্ষ সান্নিধ্য প্রয়োজন হয়। যা শেকড় থেকে উঠে আসে। যেমনটি হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের মধ্য থেকে। সঙ্গত কারণেই সেই মেধা বা প্রতিভার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল। তিনি এর আগেও অটিজম নিয়ে কাজ করে সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ এবং কর্মময় জীবনের সফলতা কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও জেলা সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।