
বিজ্ঞপ্তি : কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খানসহ ১৩ জনকে কারাগারে প্রেরণ ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার প্রতিবাদী বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই মিথ্যা মামলায় জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানসহ ১৩ জনের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন যা বর্তমান সরকারের ভয়াবহ দুঃশাসনের নগ্ন বহিঃপ্রকাশ। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হেলাল, এজাজসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।
উল্লেখ্য, খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম ১৩ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।