জন্মভূমি ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের পূর্ব প্রান্তের উপশহরে একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এছাড়া আরও ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর বিবিসির।
দিনিস মনতাতিরস্কি নামের স্বরাষ্ট্রমন্ত্রী আরও আটজন সঙ্গী নিয়ে হেলিকপ্টারটিতে ছিলেন। তার উপমন্ত্রী ও সচিবও এই দুর্ঘটনায় মারা গেছেন। ব্রোভারি উপশহরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইউক্রেনের পুলিশ প্রধান ইহর ক্লাইমেনকো তার ফেসবুক পেজে জানান, হেলিকপ্টারটি ছিল দেশটির রাষ্ট্রীয় জরুরি বিভাগের।
হেলিকপ্টারটি একটি কিন্ডারগার্টেনের পাশে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এ সময় স্কুল থেকে শিশুদের পাশাপাশি সব স্টাফকে সরিয়ে নেওয়া হয়। হেলিকপ্টার বিধ্বস্তের সময় ছিল অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। প্রাথমিকভাবে বলা হয়েছে হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের পাশে বিধ্বস্ত হওয়ার আগে ওই কিন্ডারগার্টেনকে আঘাত করে। পুলিশ প্রধান ক্লাইমেনকো জানান, ১০ শিশুসহ ২২ ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত