জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় হোমওয়ার্ক না করায় শিশুকে (৭) নির্মমভাবে পেটানোর ঘটনায় এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত বুধবার রাতে শিশুটির বড় ভাই হাফিজ বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা করেন। মামলা পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে শিক্ষক সজিবকে গ্রেফতার করে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাতে শিশুর বড় ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে। গত মঙ্গলবার হোমওয়ার্ক না করায় আলমডাঙ্গা উপজেলার চরযাদবপুর গ্রামের দারুল আকরাম নূরানি মাদরাসার শিক্ষক সজিবের বিরুদ্ধে আফান রহমান ফারহান নামের এক শিশুকে পিটিয়ে জখমের অভিযোগ উঠে। পরে আহত শিশুকে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে চিকিৎসা শেষে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন শিশুর পরিবার। এরপর গত বুধবার রাতে মামলা হলে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে।