
ক্রীড়া প্রতিবেদক : চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন কে, তার উত্তর জানা হয়ে গেছে অনেক আগেই। তিন ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করে ঘরোয়া ফুটবলে নতুন রেকর্ড করেছে বসুন্ধরা কিংস। রানার্সআপ কে, সেটাও নিশ্চিত। আবাহনী দুই ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় হওয়াটা নিশ্চিত করেছে। এখন আকর্ষণ বলতে কিছুই নেই লিগের। কেবল দেখার অপেক্ষা শেষ পর্যন্ত তৃতীয় স্থানটি জোটে কাদের ভাগ্যে।
তিনের জন্য লড়ছে তিন দল। বাংলাদেশ পুলিশ, মোহামেডান ও শেখ রাসেল। এই তিন দলের মধ্যেই এক দল বসবে টেবিলের তিন নম্বরে। শুক্রবার অবনমন হয়ে যাওয়া উত্তরার আজমপুর ফুটবল ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে তৃতীয় হওয়ার দাবিটা জোরালো করেছে সাদা-কালোরা।
শুক্রবার অন্য দুই ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৩-১ গোলে হেরেছে বসুন্ধরা কিংসের কাছে। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে শেখ রাসেল ক্রীড়া চক্র ২-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসিকে।
এক ম্যাচ পরেই আবার জয়ের ধারায় ফিরেছে সাদা-কালোরা। এই জয়ে ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে মোহামেডান। সমান ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান আজমপুর ক্লাবের।
১০ মিনিটে জাফর ইকবালের পাস থেকে গোল করে সাদা-কালোদের লিড এনে দেন দিয়াবাতে। ৪৯ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল ব্যবধান দ্বিগুণ করেন।
৫৪ মিনিটে মোহামেডানের তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার সানোয়ার হোসেন। ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দিয়াবাতে। ৮৩ মিনিটে গোল করেন মোহামেডানের শাহরিয়ার ইমন। ৮৯ মিনিটে মোহামেডানের ষষ্ঠ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াবাতে।
শেখ জামালের বিপক্ষে ম্যাচ শুরুর ৩ মিনিটেই লিড নেয় বসুন্ধরা কিংস। গোল করেন ব্রাজিলের মিগুয়েল দামাসেনা। ৪২ মিনিটে রবসন রবিনহোর যোগান দেয়া বলে ডান পায়ের কোনাকোনি শটে লক্ষ্যভেদ করেন আরেক ব্রাজিলিয়ান ডরিয়েলটন। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রবিনহো। ৯০ মিনিটে জামালের একমাত্র গোলটি করেন আবু সাইদ।
১৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে আছে শেখ জামাল। আর চ্যাম্পিয়ন কিংসের সংগ্রহ ১৯ ম্যাচে ৫২ পয়েন্ট।