
বিজ্ঞপ্তি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান সফল করার লক্ষে নগরীর ১০নং ওয়ার্ড কৃষকলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১০নং ওয়ার্ডে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর কৃষকলীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি। বিশেষ অতিথি ছিলেন মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুল, কৃষক লীগ নেতা মো. সেলিম মোল্লা, লুৎফর রহমান ও সামসুদ্দোহা বাঙালী। ১০নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ধলুর পরিচালনায় কবিরুল আলম, পলাশ দত্ত, মাইনুদ্দিন সোহাগ, বীর মুক্তিযোদ্ধা আক্কেল আলী, আমিনুর রহমান, মোঃ হানিফ তাজ, জুলিয়া বেগম, রানি বেগম, মোঃ রাজু, মোঃ বাবুল, নাজমুল ইসলাম, মোঃ আলাল, মামুন হোসনে, মোঃ সোহাগ, মোঃ মুজিবুর রহমান, মোঃ দুলাল, মোঃ মাসুম বল্লিাহ, মোঃ জামাল, মোঃ মোস্তফা, মোঃ জাকির হোসেন, মোঃ সেলিম হাজী প্রমুখ।