জন্মভূমি ডেস্ক : দেশের বিভিন্ন এলাকায় ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমতে কমতে কোথাও কোথাও নেমেছে ৬ ডিগ্রির ঘরে। রাজধানী ঢাকার তাপমাত্রাও কমেছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ জেলায় চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
আটটি বিভাগের মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা বিভাগে ঢাকা জেলা বাদে সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের কোনো জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়নি।
ঢাকা বিভাগ : টাঙ্গাইল ৮.৫, ফরিদপুর ৭.৫, মাদারীপুর ৮.৩, গোপালগঞ্জ ৭.৮, কিশোরগঞ্জের নিকলি ৮.৬।
রাজশাহী বিভাগ : রাজশাহী ৭.৮, ঈশ্বরদী ৮, বগুড়া ৯, নওগাঁর বদলগাছী ৯, সিরাজগঞ্জের তাড়াশ ৮.৪।
রংপুর বিভাগ : রংপুর ৯.৬, দিনাজপুর ৮.৪, নীলফামারির সৈয়দপুর ৮.৬, পঞ্চগড়ের তেঁতুলিয়া ৭.১, নীলফামারির ডিমলায় ৮.৫, কুড়িগ্রামের রাজারহাট ৭.৫।
সিলেট বিভাগ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৯.২।
চট্টগ্রাম বিভাগ : চট্টগ্রামের সীতাকুণ্ড ৯.৪, কুমিল্লা ৯.৯।
খুলনা বিভাগ : খুলনা ৯.৪, সাতক্ষীরা ৯.৫, যশোর ৮.৬, কুষ্টিয়ার কুমারখালী ৯।
বরিশাল বিভাগ : বরিশাল ৮.৪, ভোলা ৯.৫।
সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ।