
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পৌরসভা নির্বাচনের মাত্র ১০ দিন বাকি। দীর্ঘ ১০ বছর নির্বাচন না হওয়ায় সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নির্বাচনটি। বিএনপি ও জামায়াত নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন ও ফারুক হোসেন উজ্জল প্রতিদ্বন্দিতা করছেন। বর্তমানে মেয়র প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণায় সবচেয়ে বেশি এগিয়ে নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন। অপর ২ স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজন ও ফারুক হোসেন উজ্জল ঢিলে-ঢালাভাবে হাতে গোনা ৫-৭ জন সমর্থক নিয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন।
নৌকার প্রার্থী নাসির উদ্দিনের প্রচার প্রচারণায় শত-শত দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ সাথে থেকে নির্বাচনী প্রচার প্রচারণা ও পথ সভায় অংশগ্রহণ করছেন। বুধবার) বিকেলে বড় আচড়া ওয়ার্ডে এক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি ছাড়াই কয়েক হাজার মানুষ অংশ নেয় নাসির উদ্দিনের পথ সভায়। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সাথে এলাকার বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করেন। যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মনজু, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুবলীগের শার্শা উপজেলার সভাপতি অহেদুজ্জামান অহিদ নৌকার প্রার্থী নাসির উদ্দিনকে সাথে নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মফিজুর রহমান সজন ও ফারুক হোসেন উজ্জল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বেনাপোল পৌরসভায় আগামী ১৭ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৭ জন। পুরুষ ভোটার ১৫ হাজার ১৬২ ও মহিলা ভোটার সংখ্যা ১৫ হাজার ২২৫ জন। মোট ভোট কেন্দ্র নয়টি। বেনাপোল পৌরসভা নির্বাচনে আচরণবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে বেনাপোল পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম। বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় এক কাউন্সিলর প্রার্থীকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সেজন্য প্রার্থী এবং কর্মীদের সতর্ক করেন তিনি।
শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা জানান, বেনাপোল পৌরসভা নির্বাচন-২০২৩ এর তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণ বিধিমালা বাস্তবায়নের শার্শা উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।