তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় দীর্ঘ ১০বছর আত্মগোপনে থাকার পরে অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলো নাশকতার মামলার আসামী রাজু গাজী (৩২)। সে উপজেলার কুমিরা এলাকার নুর ইসলাম গাজীর ছেলে। বুধবার কুমিরা বাজারের কদমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, রাজু গাজী নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে (জিআর-১/১৪)। ২০১৪ সালের নাশকতা মামলার আসামী হওয়ার পর সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ১০বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াত। বুধবার থানার উপ-পরিদর্শক জোর্তিময় মন্ডল তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাকে আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত