জন্মভূমি ডেস্ক : এই তো সেদিন টলিউড সুপারস্টার জিৎ জানিয়েছিলেন, ফের বাবা হতে যাচ্ছেন তিনি। এবার জানালেন, ঘরে নতুন অতিথি এসেছে তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সোমবার (১৬ অক্টোবর) পুত্রসন্তানের পিতা হয়েছেন অভিনেতা। সমাজমাধ্যমের পাতায় এই সুখবর দিয়ে লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি। আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানালাম আমাদের এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’
এ খবর শুনে খুশীতে নাচছেন জিৎ অনুরাগীরা। প্রিয় তারকাকে অভিনন্দন জানিয়েছেন তারা। সহকর্মীরাও উচ্ছ্বসিত বেশ। ভালবাসা জানিয়েছেন তাদের পরিবারকে। শুভেচ্ছাবার্তার বন্যা বইছে সমাজমাধ্যমে।
এর আগে ইনস্টাগ্রামে স্ত্রী মোহনা রতলানির বেবি বাম্পের একাধিক ছবি প্রকাশ করে জিৎ লিখেছিলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে এই খবর আপনাদের জানাচ্ছি যে আমাদের আরেক সন্তান খুব শিগগিরিই আসতে চলেছে। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করবেন।” যে ছবি জিৎ শেয়ার করেছিলেন, তাতে তিনি, মোহনা আর নবন্যা, সকলেই সবুজ রঙের পোশাক পরে ছিলেন।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে জিতের ‘মানুষ’ সিনেমা। শনিবার (১৪ অক্টোবর) প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলার। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমদ্দার। জিতের বিপরীতে আছেন ঢালিউড অভিনেত্রী মিমকে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত