
জন্মভূমি ডেস্ক : ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে অবরোধ করেন তারা।
রিকশা চালকদের বিক্ষোভের কারণে প্রেসক্লাবের সামনের উভয়পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন মানুষ।
আন্দোলনকারীদের দাবি, দ্রুত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে রুট পারমিট দিতে হবে।
সরেজমিনে দেখা যায়, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে সকালে প্রেসক্লাবে এসে জড়ো হন অটোরিকশার চালকরা। সকাল থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসেন তারা। অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।
পরে প্রেসক্লাবের সামনে এসে রাস্তায় বসে পড়েন রিকশাচালকরা। প্রেসক্লাবের সামনে একটি পিকআপ ভ্যানে লাল ব্যানারে সমাবেশ মঞ্চের আয়োজন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। সেখানে বক্তব্য দিচ্ছেন ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা।
অটোরিকশা চালকদের বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থানে আছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা বলছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
গত দুই দিন ধরেই রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করছেন চালকেরা। শুক্রবারও জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হয়েছে তাদের পাল্টাপাল্টি ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ারশেল। রেল লাইন অবরোধে, পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ থাকে চার ঘণ্টা।