বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল করেছে ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী এনায়েত আলী আলোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান জমাদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু। এ সময়ে অন্যান্যের মধ্যে কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পলাশ, শেখ আবু দাউদ, মানু মিত্র, কাজী শাহাদাৎ, জামিল, শেখ ফারুক হোসেন, রাজীব ভুইয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।