
ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের সামনে সুযোগ ছিল, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে আত্নবিশ্বাস নিয়ে বিশ্বকাপ অভিযানে নামা। তবে, সেই সুযোগ হাতছাড়া করেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সিরিজ জয় তো দূরে থাক, ১৫ বছর পর নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের লজ্জা পেল স্বাগতিকরা। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে ৩৪.৪ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭১ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। জবাবে ৩৪.৫ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। সাত উইকেটের হারে ঘরের মাঠে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল বাংলাদেশ।
একটা সময় ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ মানেই যেন বাংলাদেশের আধিপত্য। তবে, সেই পরিসংখ্যানে এবার বদল আনল নিউজিল্যান্ড। ২০০৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল কিউইরা।
১৭২ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ং। এই দুইজনের ৪৯ রানের ওপেনিং জুটিতে ভালো শুরু করে সফরকারীরা। হেনরি নিকোলসকে নিয়ে ফের জুটি গড়েন ইয়ং। এই দুইজনের ৮১ রানের জুটিতে ভর করে জয়ের ভিত গড়ে ফেলেন সফরকারীরা।
এর আগে নিয়মিত দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালের না থাকায় এই ম্যাচে তানজিদ তামিম ও জাকির হাসানকে দিয়ে শুরু করায় বাংলাদেশ। তবে, দুজনই ব্যর্থ আস্থার প্রতিদান দিতে। দলীয় ছয় রানের মাথায় কিউই পেসার অ্যাডাম মিলনের ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন অভিষিক্ত জাকির। দ্রুতই তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলার দায়িত্ব নেন শান্ত-মুশফিক জুটি। এই দুইজনের ৫৩ রানের জুটি বড় স্কোরের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। ৮৪ বলে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। তার বিদায়ে পর লেজের সারির ব্যাটাররা আর দাঁড়াতে পারেনি। কিউই বোলারদের দাপটে ১৭১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।