
বিজ্ঞপ্তি : নগরীর ১৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বিশ্বাস গণসংযোগকালে বলেছেন, যৌবনের তারুণ্যদীপ্ত সময়ে স্ত্রী, সন্তান, পিতামাতা, পরিবার-পরিজনের সাথে আরাম-আয়েশ, আমোদ-প্রমোদ না করে জনসেবায় অতিবাহিত করেছি। কাঁকডাকা ভোর থেকে গভীর রাত অবধি ১৬নং ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে পাশে থেকেছি। এখন কালো টাকা নিয়ে সন্ত্রাসী-ভূমিদস্যুরা ভোট কিনতে মাঠে নেমেছেন। কিন্তু ১৬নং ওয়ার্ডবাসী পূর্বে কখনোই জনপ্রতিনিধি নির্বাচনে ভুল সিদ্ধান্ত নেয়নি; এবারও নিশ্চিয়ই তারা ভুল করবেন না-আনিস বিশ্বাসের ঘুড়ি মার্কায় ভোট দিবেন ইনশাআল্লাহ।
শুক্রবার নগরীর বয়রা মেইন রোড এলাকায় গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এই এলাকায় ভোটারদের দ্বারে-দ্বারে নিজের ‘ঘুড়ি মার্কা’র পাশাপাশি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে ‘নৌকা’ প্রতীকের লিফলেট বিতরণ করেন তিনি। গণসংযোগকালে তার সাথে রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।