যশোর অফিস : চলতি বছরের এসএসসি মঙ্গলবারের (১৬ মে) পরীক্ষা সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত রসায়ন (তত্ত্বীয়) কোড নং (১৩৭), পৌরনীতি ও নাগরিকতা কোড নং (১৪০), ব্যবসায় উদ্যোগ কোড নং (১৪৩) কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বছর তিনটি বিষয়ে ১ লাখ ৩ হাজার ৭শ’ ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১ লাখ ২ হাজার ৪শ’ ৯২জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ২শ’ ৬৯ জন। বিজ্ঞান, মানবিক ও বানিজ্য বিভাগের তিনটি বিষয়ে পরীক্ষায় খুলনা বিভাগের খুলনা জেলায় ১৮৭ অনুপস্থিত ছিলেন। বাগেরহাট জেলায় ১১৩জন, সাতক্ষীরায় ৯৭জন, কুষ্টিয়ায় ১৬৭জন, চুয়াডাঙ্গা জেলায় ১৩১জন, মেহেরপুরে ৮৮জন, যশোর জেলায় ১৮৮জন, নড়াইল জেলায় ১১৩জন, ঝিনাইদহ জেলায় ১০৭ জন ও মাগুরা জেলায় ৯৮জন অনুপস্থিত ছিলেন বলে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ তথ্য নিশ্চিত করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত