
যশোর অফিস : সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৭ জুন শনিবার অনুষ্ঠিত হবে। এর আগের দিন ১৬ জুন অনুষ্ঠিত হবে দ্বি-বার্ষিক সাধারণ সভা। শনিবার সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনের সভাপতি এম. আইউবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামানের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি কাজী রকিবুল ইসলাম, এসমএম ফরহাদ, মীর কামরুজ্জামান মনি, এম.এ.আর মশিউর, কাজী রফিকুল ইসলাম ও হানিফ ডাকুয়া।
সভায় প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, প্রেসক্লাব যশোরের বর্তমান সহসভাপতি ও সংগঠনের সাবেক সভাপতি নূর ইসলাম ও সিনিয়র সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইনকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
সভা থেকে আগামী ১৫ মের মধ্যে সংগঠনের কোষাধ্যক্ষের কাছে ইউনিয়নের সকল সদস্যকে বকেয়া চাঁদা পরিশোধের জন্য আহবান জানানো হয়।

