
জন্মভূমি ডেস্ক : আজ ২৯ জুলাই শনিবার বেলা ১১টায় খুলনা রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে খুলনা জেলা অপরাজিতা নেটওয়ার্কের গঠন করা হয়েছে।
সমাজে নারীর ন্যায্য অধিকার, মর্যাদা, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে তাদের ভূমিকা জোরদার, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সর্বোপরি নারীর রাজনৈতকি ক্ষমতায়নে উপযোগী কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে রিজিয়া পারভীন সভাপতি, শাহিদা ইসরাম নয়নকে সাধারণ সম্পাদক, পলি আক্তারকে কোষাধ্যক্ষ করে ১৭ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য সুইজারল্যান্ডের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন তত্ত্বাবধানে রূপান্তর খুলনা ও বাগেরহাট জেলার ১১টি উপজেলার ৮৪টি ইউনিয়নে অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধি তথা নির্বাচনে আগ্রহী নারী নেত্রীদের দক্ষতা উন্নয়ন, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং স্থানীয় ও জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাতে সংলাপসহ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে।