খানজাহান আলী থানা প্রতিনিধি : আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে গণসংযোগ, প্রচার প্রচারণায় ভোটের মাঠের লড়ায়ে নেমে পড়েছে। শুক্রবার প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা রির্টানিং কর্মকতার কার্যালয় থেকে প্রতীক পেয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনি প্রচার প্রচারণা শুরু করেছে। কেসিসি ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। বর্তমান কাউন্সিলর মো. সাইফুল ইসলাম পেয়েছে ঠেলাগাড়ি প্রতীক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল পেয়েছেন ঘুড়ি প্রতীক এবং ইসলামী আন্দোলন নেতা মো. বজলুর রহমানের প্রতীক টিফিনক্যারিয়ার।
কাউন্সিলর প্রার্থী মো. সাইফূল ইসলাম(ঠেলাগাড়ি) গতকাল সেনপাড়া বাইতুল নাজাত জামে মসজিদে জুম্মা নামাজ আদায় করে সকলের দোয়া নিয়ে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার প্রচারণা শুরু করেন।
কাউন্সিলর প্রার্থী তরুণ সমাজসেবক ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল (ঘুড়ি) তার নির্বাচনি প্রতীক পেয়ে ভোটের লড়ায়ে আনুষ্ঠানিকভাবে নেমে পড়েছে। গতকাল আছরবাদ রেলিগেটে উঠান বৈঠকের মধ্যে দিয়ে তিনি তার আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার প্রচারণা শুরু করেন।
অপর প্রার্থী ইসলামী আন্দোলনের নেতা মো. বজলুর রহমান(টিফিনক্যারিয়ার) কর্মী সমার্থকদের নিয়ে গতকাল ওয়ার্ডের সেনপাড়া, মীরেরডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে তার প্রতীকে ভোট প্রার্থনা করেন।