বিজ্ঞপ্তি : ন্যাশনাল পিপলস পার্টি (এন.পি.পি) খুলনা মহানগর ও জেলা কমিটির প্রায় ২শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাব অডিটরিয়ামে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধুর হাতে ফুল দিয়ে নগর এনপিপি সভাপতি এম এ গফ্ফার, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, জেলা সভাপতি শেখ নুর ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে ২শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন বলে জানান।
এসময়ে উপস্থিত ছিলেন জাতীয় পাটির খুলনা মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নগর সহ-সভাপতি শেখ নাজমুল কবির সাদী, তৈমুর হোসেন শাহীন, অধ্যাপক গাউসুল আযম, তোবারেক হোসেন তপু, আশরাফুল ইসলাম সেলিম, জেলা জাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ মোড়ল, জাপা’র নগর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হাসানুর রশিদ রাসেল প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত