
জন্মভূমি রিপোর্ট : জমে ঊঠছে জুয়েলার্স এসোসিয়েশন খুলনা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন। খুলনা থানার মোড় ও হেলাতলা স্বর্ণপট্টিসহ গোটা এলাকা ছেয়ে গেছে প্রার্থীদের রঙিন পোষ্টার ও প্যানায়। গ্রীষ্মের এই তীব্র গরমকে উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। ২২ পদের বিপরিতে ৩৮ প্রার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছেন। চলছে জমজমাট ভাবে প্রচার- প্রচারণা।
নির্বাচন কমিশন সূত্র জানান, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা হচ্ছেন অজয় কুমার বকসী, অসিত চক্রবর্তী, এস এম ওবায়দুর রহমান, এস এম মাসুদ, জি এম মাহাবুবুর রহমান, জয়দেব বিশ^াস, বিজন দত্ত, বরুন কুমার দত্ত, বাসুদেব কর্মকার, মো. আকতার দেওয়ান, মো. আজিজুর রহমান, মো. আ. করিম, মো. আয়নাল হক, মো. জাকির হোসেন, মো. রাজু আহমেদ দুলাল, মো. রবিউল ইসলাম, মিঠুন কুমার বিশ^াস, মানস দত্ত, মীর মো. জাকির হোসেন, মশিউর রহমান, প্রকাশ কুমার সাহা, প্রানজয় দাস মিঠু, পরিমল কুমার মজুমদার, পরিতোষ চন্দ্র দত্ত, প্রলয় রায়, রতন পাল, রামচন্দ্র পোদ্দার, লক্ষ¥ন কুমার দত্ত, শেখ রওশন আলী, শ্যাম চন্দ্র পোদ্দার, শ্যাম ভক্ত, শ্যামল সাহা, শিবনাথ ভক্ত, শরীফ সিদ্দিকুর রহমান, শংকর কর্মকার, সমরেশ সাহা ও সরোজিৎ কর্মকার।
আগামী ১জুন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনাইটেড ক্লাবে ভোট গ্রহণ চলবে। ১৫২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন গোপী কিষান মুন্ধাড়া। নির্বাচন কমিশনার রয়েছেন খুলনা চেম্বার পরিচালক ও খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান এবং পলাশ কুমার সাহা। নির্বাচন কমিশনার মো. সোহাগ দেওয়ান ও পলাশ কুমার সাহা জানিয়েছেন, নির্বাচনে প্রার্থীরা কার্যকরী সদস্য হিসেবে অংশ গ্রহণ করছেন। বিজয়ী সদস্যরা কমিটি গঠন করবেন। ইতোমধ্যে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হযেছে।