বিজ্ঞপ্তি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মহানগর নারী সেল ২৪নং ওয়ার্ড শাখার এক আলোচনা সভা শুক্রবার সন্ধ্যা ৬টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ২৪নং নারী সেল শাখার নেত্রী চামিলী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন নারী সেল জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুতপা বেদজ্ঞ, সিপিবি মহানগর সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, কমরেড দ্বীনমোহাম্মদ, কমরেড সাইদুর রহমান বাবু। আরও উপস্থিত শাহিনুর বেগম, নূরজাহান বেগম, হোসনে আরা পারভীন, ঝুমুর বেগম প্রমুখ।
সভায় বক্তারা বর্তমান দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি রোধে সরকারের চরম ব্যর্থতা ও নিস্পৃহতায় ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অবক্ষয়ী পুুঁজিবাদী সমাজ পরিবর্তন করে সমাজতন্ত্রের পথ ধরে সাম্যের সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে সকল শ্রেনি-পেশার নারীদের ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত