
যশোর অফিস : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএএসসি) শনিবার পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) (১৩৬),বাংলাদেশের ইতিহাস ও বিশ^সভ্যতা (১৫৩), ফিন্যান্স ও ব্যাংকিং (১৫২) বিষয়ের পরীক্ষা সকাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের অধীনে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ২৯২টি কেন্দ্রে ১লাখ ৫৪ হাজার ৬শ’ ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১লাখ ৫২ হাজার ৪শ’ ২২জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ২শ’ ৭৫জন। শনিবারের পরীক্ষাগুলোতে খুলনা বিভাগের ১০ জেলার খুলনা জেলায় ২৯২, বাগেরহাট জেলায় ১৭০জন, সাতক্ষীরা জেলায় ২১১জন, কুষ্টিয়া জেলায় ২৮৮জন, চুয়াডাঙ্গায় ১৫১জন, মেহেরপুর জেলায় ১০১জন, যশোর জেলায় ৩৮৩ জন, নড়াইল ১৮২জন, ঝিনাইদহ জেলায় ৩৪৯জন ও মাগুরা জেলায় ১৪৮জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রন ড. বিশ^াস শাহিন আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।