জন্মভূমি ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেরিকো শহরের একটি শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। মেডিকেল সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার জেরিকো হাসপাতালের পরিচালক রয়টার্সকে বলেছেন, দুই যুবককে বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ বছর বয়সী কুসে আল-ওয়ালাজি ও ২৫ বছর বয়সী মোহাম্মদ নুজুমের বুকে গুলি করেছিল ইসরায়েলি বাহিনী। আজ ভোরে ফিলিস্তিনের জেরিকোতে আক্রমণ করে ইসরায়েল। সেখানে এটা কয়েক মাসের মধ্যে প্রথম মারাত্মক অভিযান।
ওই এলাকার স্থানীয় বাসিন্দারা বলেছেন যে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংঘাত হয়েছে। তবে নিহত দুই ব্যক্তি ওই সংঘাতে জড়িত কিনা তা জানা যায়নি।
তারা বলেন, সেখানে এক ঘণ্টারও কম সময় ধরে অভিযান চলে।
ফিলিস্তিনি ভূখণ্ডের শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযান, ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের মারাত্মক আক্রমণ এবং ইসরায়েলিদের ওপর ফিলিস্তিনিদের হামলার মধ্যে গত কয়েক মাস ধরে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা মারাত্মক আকার ধারণ করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে জেরিকোতে নিহত দু’জন ফিলিস্তিনিকে নিয়ে এ বছর এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে নিহতের সংখ্যা ২১৬ তে পৌঁছেছে।