ক্রীড়া প্রতিবেদক
চলমান লকডাউন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। তারপরও বাফুফে ৩০ এপ্রিল থেকেই লিগের দ্বিতীয় লেগ শুরুর সিদ্ধান্তে অনড়। মঙ্গলবার বাফুফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ৩০ এপ্রিল থেকেই লিগ শুরু হচ্ছে এবং আজকের মধ্যে ফিকশ্চার দেয়া হবে।
লকডাউন পরিস্থিতির মধ্যে খেলা পরিচালনার ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর ও সরকারের অনুমতি নেয়া হয়েছে কিনা এই প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা ৩০ এপ্রিল থেকে লিগ শুরু করব। সেই লক্ষ্যে কাজ করছি। আগামীকাল এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত বলা হবে।
লকডাউন বর্ধিত হওয়ার প্রজ্ঞাপন এখনো দেয়নি সরকার। চলমান লকডাউনে আন্তঃ জেলা গাড়ি চলাচল বন্ধ। এর মধ্যে ক্লাবগুলো কুমিল্লা, মুন্সিগঞ্জ ও টঙ্গী খেলতে হবে। অনেক ক্লাবের নিজস্ব বাস নেই। এ সব বিষয়ে বাফুফে কি ভূমিকা রাখে দেখার বিষয়।
৩০ এপ্রিলে চার ক্লাবের আপত্তি থাকলেও আরামবাগ অনুশীলন শুরু করেছে। মুক্তিযোদ্ধা সংসদ অনুশীলনের মধ্যেই রয়েছে। ব্রাদার্স ইউনিয়ন এখনো ক্যাম্প শুরু করেনি। ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান তার অবস্থানে এখনো অনড়, ‘আমরা ৬ মে’র আগে খেলব না জানিয়েছি। সেই অবস্থানেই আছি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত