খুবি প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির উপাচার্যের পদত্যাগের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন।
১৬ এপ্রিল (মঙ্গলবার) রাত ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে মিছিলটি হাদি চত্বরে এসে শেষ হয়।
মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তাঁরা বিভিন্ন স্লোগানে কুয়েট প্রশাসনের ভূমিকার প্রতিবাদ জানান এবং দায়ের করা মামলা ও ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার প্রত্যাহারের দাবি জানান।
প্রতিবাদ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকা উচিত, সেখানে শিক্ষার্থীদের ভয়ভীতি ও মামলার মুখোমুখি করা হচ্ছে—এটি শিক্ষার পরিবেশে অশুভ ইঙ্গিত বহন করে। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, কিন্তু কুয়েটের ঘটনায় মনে হচ্ছে আমরা আবারও একটি ফ্যাসিবাদের দেশ পেয়েছি ”
তাঁরা আরও বলেন, “ শিক্ষার্থীদের হলে প্রবেশ ঠেকাতে হল বন্ধ রাখা হয়েছে। আমরা প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। কুয়েট শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। অবিলম্বে দালাল ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবি করছি। এই অপচেষ্টা রুখতে সারাদেশের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধই একমাত্র পথ।”
উল্লেখ্য, কুয়েট শিক্ষার্থীদের ডাকা ‘মার্চ ফর কুয়েট’ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত সোমবার একটি প্রতিবাদ বিবৃতি প্রকাশ করেন।