
চলতি মাসে ২৪টি মোবাইল উদ্ধার করে হস্তান্তর
খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনার শিরোমণির ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবারক্রাইম, অপস্ এন্ড ইন্টেলিজেন্স শাখা চুরি, ছিনতাই বা হারিয়ে যাওয়া মোবাইল এবং বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার বা ভুলবসত অন্য নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধারে কাজ করেছে। শুরুতেই এপিবিএন’র সাইবারক্রাইম অপস্ এন্ড ইন্টেলিজেন্স শাখা চলতি মাসে খুলনা-যশোর এবং ঢাকার ৯টি থানার সাধারণ ডায়রীর সূত্রে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন এবং ৮হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে। চলতি মাসে দ্বিতীয় দফায় রোববার উদ্ধার হওয়া ৯টি মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে প্রকৃত মলিকদের হাতে তুলে দেন ৩ এপিবিএন খুলনা।
শিরোমণির ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারে এই বাহিনীর সফলতার পর পুলিশের পাশাপাশি দেশের বিভিন্ন থানা এলাকা থেকে যে সকল মোবাইল ফোন চুরি, ছিনতাই বা হারিয়ে যায় তার সাধারণ ডায়রীর সূত্রে মোবাইল উদ্ধারে কাজ করছে খুলনার শিরোমণির ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবারক্রাইম অপস্ এন্ড ইন্টেলিজেন্স শাখা।
৩ এপিবিএন খুলনার অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. মাসুদ করিমের নির্দেশনায় এবং এপিবিএন খুলনার সহকারী পুলিশ সুপার(স্পেশাল অপারেশনস) মো. আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে চুরি, ছিনতাই বা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে সফলতা অর্জন করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবারক্রাইম, অপস্ এন্ড ইন্টেলিজেন্স শাখা। গত বছরের নভেম্বর মাসে বাহিনীর সাইবার ক্রাইমের স্পেশাল এই টিমটি যশোরের কেশবপুর থানার(জিডি নং-৪২৯, ৮৮০), অভয়নগর থানার(জিডি নং-১৪৮৫), চৌগাছা থানার(জিডি নং ৩১১), ফুলতলা থানার(জিডি নং-১১২৪), নড়াইলের লোহাগড়া থানার(জিডি নং-৮২১), ঢাকার শাহাবাগ থানার(জিডি নং ২১৫১), ঢাকার থামরাইল থানার(জিডি নং ৯৭) এবং খানজাহান আলী থানার(জিডি নং ৯৯৭) সাধারণ ডায়রীর সুত্রে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার অভিযান চালিয়ে সফল হয়েছে। গতকাল রোববার তারা উদ্ধারকৃত ৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তস্থার করেন। এর আগে তারা চলতি মাসে আরো ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইলের মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তাস্থর করে। এছাড়াও খুলনা থেকে ভুলে দিনাজপুরে সদরে জনৈক ব্যাক্তির মোবাইলে চলে যাওয়া ৮হাজার টাকা উদ্ধার করে টাকার মালিকের নিকট টাকা ফেরৎ দেওয়া হয়।
এ ব্যাপরে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন খুলনার এএসআই মাজহারুল ইসলাম বলেন, ৩ এপিবিএন খুলনার অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. মাসুদ করিমের নির্দেশনায় এবং এপিবিএন খুলনার সহকারী পুলিশ সুপার(স্পেশাল অপারেশনস) মো. আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে মাদক অভিযানে সফল হওয়ার পর গত ৬ মাস আগে যাত্রা শুরু করা ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবারক্রাইম অপস্ এ্যান্ড ইন্টেলিজেন্স এর বিশেষ শাখা চুরি যাওয়া মোবাইল উদ্ধারে ব্যাপক সফলতা অর্জন করেছে।