
জন্মভূমি রিপোর্ট : নগরীর দৌলতপুর ৪নং ওয়ার্ডের দু’জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। রবিবার দাখিল করেন। প্রার্থীরা হচ্ছেন কবির হোসেন কবু মোল্লা ও আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী টিপু।
কবির হোসেন কবু মোল্লা বলেন, আমি ১২ জুন কেসিসির নির্বাচনে অংশ গ্রহন করার জন্য সংগ্রহ করেছিলাম। সেই মনোনয়ন জমা দিয়েছি। আমি বিগত দুই দুই বার জনগণের সমর্থন লাভ করে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছি। নির্বাচনে ওয়ার্ডবাসীকে আমার দেওয়া যে প্রতিশ্রুতি ছিল তার বাস্তবায়ন করতে আমি সক্ষম হয়েছি বলে মনে করি।
অপর কাউন্সিল প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী টিপু বলেন আমি এলাকার মানুষের দোয়া ও ভালবাসায় সিক্ত হয়ে এই ৪নং ওয়ার্ডের উন্নয়ের জন্য আপামর এই এলাকার মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার জন্য কাউন্সিল পদে নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়ে এসেছি। আমি বর্তমান বা সাবেক কোনো কাউন্সিলরের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, ওয়ার্ডবাসী বিচার-বিশ্লেষণ করবে যে এই ওয়ার্ডে কতটুকু উন্নয়ন হয়েছে। বিপদে সাধারন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে বা দাঁড়ায়।