
জন্মভূমি ডেস্ক : ৪০তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন পদে ৩ হাজার ৬৫৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।
গত বছরের মার্চের শেষ দিকে ৪০তম বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। ক্যাডার পদে সুপারিশপ্রাপ্তরা গত বছরের নভেম্বরে যোগ দিলেও নানা জটিলতায় এতদিন নন-ক্যাডার পদের ফল আটকে ছিল।
৪০তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও সুপারিশ করা সম্ভব হয়নি- এমন প্রার্থীদের মধ্যে যারা নন-ক্যাডার হিসেবে চাকরি করতে আগ্রহী, তাদের কাছ থেকে অনলাইনে আবেদন চায় পিএসসি।