
জন্মভূমি রিপোর্ট : খুলনা সিটি কলেজের রি-ইউনিয়ন আগামী ৪ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। রি-ইউনিয়নে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। থাকছে বর্ণাঢ্য আয়োজন। বৃহস্পতিবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে হুমায়ূন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রি-ইউনিয়ন উদযাপন কমিটির আহ্বায়ক শেখ মো: জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠা থেকে আজ ২০২৩ পর্যন্ত দীর্ঘ ৫৮ বছর কলেজের প্রতিষ্ঠা। খুলনায় প্রতিষ্ঠিত প্রায় অধিকাংশ রাজনৈতিক ব্যাক্তিত্ব বা অধিকাংশ জনপ্রতিনিধি এই কলেজেরই প্রাক্তন ছাত্র হিসেবে কলেজকে গর্বিত করেছেন। সিটি কলেজ মানেই সকল সফল রাজনৈতিক ব্যক্তিত্ব বা জনপ্রতিনিধি থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে সচিব, উপ-সচিব, শিক্ষক, সাংবাদিক, কৃতি খেলোয়াড়, প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। দীর্ঘ ৫৮ বছর প্রতিষ্ঠা হলেও আজ পর্যন্ত আমাদের কোন রি-ইউনিয়ন অথবা পুনর্মিলনী হয়নি বা করতে পারিনি। এবারই প্রথম আমাদের এই উদ্যোগ সকলের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টায় সফলতার দিকে এগিয়ে চলছে।।
তিনি আরো বলেন, দেশে-বিদেশে অবস্থানরত শত-শত প্রাক্তন শিক্ষার্থী ইতিমধ্যেই সাড়া দিয়েছেন। আমাদের ধারাবাহিকতায় একটু পরিবর্তন আনতে হয়েছে। সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের অনুরোধে নিবন্ধনের সময়সীমা ২০ সেপ্টেম্বরের পরিবর্তে ৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। লক্ষ¥ী পূজা এবং বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের কারণে মূল অনুষ্ঠান ২৮ অক্টোবরের পরিবর্তে ৪ নভেম্বর করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশি শিল্পী ছাড়াও ভারত থেকে খ্যাতিমান শিল্পীদের আনার চেষ্টা চলছে। একাধিক লিজেন্ড শিল্পীদের আগমনের বার্তায় সবাই আনন্দিত।
এসময় উদযাপন কমিটির সদস্য সচিব তসলিম আহমেদ আশা, বীর মুক্তিযোদ্ধা মো: মোরশেদ উদ্দিন, মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, বিশ^াস জাফর আহমেদ, নুরুজ্জামান খান বাচ্চু, আমিন রেজা, অবসরপ্রাপ্ত শিক্ষিকা লীনা আখতার, আইনজীবী সেলিম আল আজাদ, সৌমেন্দ্র নাথ সাহা, সিটি কলেজের সাবেক জিএস মির্জা আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।