রূপসা প্রতিনিধি : রূপসায় সামুদ্রিক মাছের প্রজনন নিশ্চিত করতে ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সমুদ্রের সকল প্রকার নৌ-যান কর্তৃক যে কোন প্রকার মৎস ও ক্রাস্টাশিয়ান্স আহরণ নিষিদ্ধ বিষয়ক সচেতনতা সভা বুধবার বিকাল ৪ টায় ঘাটভোগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বাপী কুমার দাশ। সংরক্ষিত ইউপি সদস্য আইরিন আক্তারের সভাপতিত্বে ও মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন ইউপি সদস্য আবু সালেহ লস্কর, স্বপ্না রাণী পাল, জাহিদুল ইসলাম, সিবাজী রায় প্রমুখ। সভায় সমুদ্রে মৎস্য আহরণকারী ১৪৮ জন জেলেদের তালিকা তদন্তপূর্বক প্রস্তুত করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত