
জন্মভূমি ডেস্ক : শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন বন্ধকৃত মহসেন, আফিল, সোনালী, এ্যাজাক্স, জুট স্পিনাসর্ সহ বন্ধকৃত সকল মিল চালু ও শ্রম আইন মোতাবেক শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ, সহ ৬ দফা দাবীতে রবিবার সকাল ১০ টায় বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়। সকাল থেকে বিভিন্ন জুট মিলের শ্রমিকরা ফুলবাড়ীগেট জনতা মার্কেট এর সামনে জড়ো হতে থাকে, সকাল ১০ টায় মিছিল সহকারে জনতা মার্কেট থেকে ফুলবাড়ীগেট রেললাইন এর উপর অবস্থান করে শ্রমিকরা সেখানে ১ ঘন্টা অবস্থান শেষে খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটের জনতা মার্কেট এর সামনে রাজপথ অবরোধ করে শ্রমিকরা এ সময় সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, এবং তিব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা সেখানেই বেলা ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করেন।
বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এ সময় বক্তৃতা করেন ,সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক নেতা শহিদুল্লাহ খাঁ, সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দীন, লিয়াকত মুন্সি, ওবায়দুর রহমান, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, মোঃ বাবুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন শ্রমিকরে দাবি আদায়ে আমরা পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি আমাদের কর্মসূচি শান্তিপুর্ণভাবে পালন করেছি , শ্রমিক নেতারা বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ি শ্রমিকের পাওনা পরিশোধ’র আগ পর্যন্ত মিল থেকে কোন মালামাল বের হবে না। তারপরও মিলের মালামাল রাতের আধারে বের করা হচ্ছে। মহসেন জুট মিলের শ্রমিকরা ৯ বছর অতিবাহিত হলেও তাদের চুড়ান্ত পাওনা আজও পায়নি, শিরোমনি হুগলী বিস্কুট কোম্পনীর শ্রমিকদের পাওনা পরিশোধ না করে শ্রমিক নেতা মোস্তাফিজ এর নামে মিথ্যা মামলা দায়ের করেছে মালিক কতৃপক্ষ। সোনালী , এ্যাজাক্স ও আফিল জুট মিলের শ্রমিকদের একই অবস্থা, মিল মালিকরা মিল দেখিয়ে কোটি কোটি টাকা ব্যাংক লোন নিয়ে আসে সে টাকা অন্যখাতে ব্যায় করে, আর শ্রমিকরা তাদের নায্য পাওনার দাবিতে রাজপথে নামতে হচ্ছে শ্রমিকরা ধুকে ধুকে না মরার চেয়ে একবারেই মরতে চায়। এ সময় বিভিন্ন মিল মালিকের সাথে যে সকল শ্রমিক নেতারা আতাত করে চলছে তাদেরও তিব্র সমলোচনা করেন বক্তারা। এছাড়া শ্রমিক ঠকানো মালিকদের চিহ্নিত করে অতিদ্রত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। চলতি সপ্তাহের ভিতর শ্রমিকদের সমস্যা সমাধান করা না হলে আগামি ১৫ সেপ্টেম্বর শুক্রবার ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা এবং ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ফুলবাড়ীগেটে রাজপথ , রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা ।