বিজ্ঞপ্তি : শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন বন্ধকৃত মহসেন, আফিল, সোনালী, এ্যাজাক্স, জুট স্পিনার্সসহ বন্ধকৃত সকল মিল চালু ও শ্রম আইন মোতাবেক শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ, সহ ৬ দফা দাবীতে রবিবার সকাল ১০ টায় বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়।
সকাল ১০ টায় বিভিন্ন জুট মিলের শ্রমিকরা ফুলবাড়ীগেট জনতা মার্কেট এর সামনে থেকে ফুলবাড়ীগেট রেললাইন এর উপর ১ ঘন্টা অবস্থান ধর্মঘট করে। পরে খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটের জনতা মার্কেট এর সামনে রাজপথ অবরোধ করে শ্রমিকরা এ সময় সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, এবং তিব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা সেখানেই বেলা ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করেন।
বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এ সময় বক্তৃতা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক নেতা শহিদুল্লাহ খাঁ, সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দীন, লিয়াকত মুন্সি, ওবায়দুর রহমান, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, মোঃ বাবুল হোসেন প্রমুখ। বক্তারা চলতি সপ্তাহের ভিতর শ্রমিকদের সমস্যা সমাধান করা না হলে আগামি ১৫ সেপ্টেম্বর শুক্রবার ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা এবং ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ফুলবাড়ীগেটে রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা।