জন্মভূমি রিপোর্ট : বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বিসিবির পরিচালক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল বলেছেন, ৭১’র পরাজিত শক্তিরা আবারো দেশের উনয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলেছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সদা প্রস্তত থাকতে হবে। তাই মানুষের আস্থা অর্জন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সংগঠনকে আরো গতিশীল করতে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা-কর্মীদের সুষ্ঠুভাবে কাজ করতে হবে। গত শুক্রবার রাতে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা-কর্মীদের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য কাজ করার আহবান জানান।
সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেলকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, মোঃ সরোয়ার হোসেন গহন, এফ এম হবিবুর রহমান, মোঃ মঈনউদ্দিন মাসুদ রানা, এস এম আসাদুজ্জামান নূর, মোঃ রাসেল ভুলু, এইচ এম কামাল, মোঃ আব্দুল মান্নান, আবু সালেহ বাবু, এস এম আল আবির (আবির মালিক), মোঃ মাহমুদ্দুন্নবী মিল্টন, সুরজিৎ মন্ডল, মোঃ ওহিদুজ্জামান, গাজী কামরুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, শেখ হেলাল বাবু, অনুপম মন্ডল, মোঃ কামরুল ইসলাম বাপ্পি, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, চিন্ময় রায়, মোঃ উজ্জ্বল হাওলাদার, প্রভাষক এম এম ইমরান হোসেন, মোঃ মাকসুদুল আলম মামুন, সুজল সেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত