জন্মভূমি ডেস্ক : বিএনপি মহাসমাবেশে সাংবাদিকদের ওপর হামলার ও নির্যাতনের ঘটনায় জামায়েতসহ দলটির কেন্দ্রীয় নেতাদের ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। যদি ক্ষমা না চায় তাহলে দল দুটির সব ধরনের ইতিবাচক সংবাদ সংগ্রহ ও প্রকাশ থেকে সাংবাদিকদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী।
রবিবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনের নামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ ডাক দেন তিনি।
সোহেল হায়দার চৌধুরী বলেন, সরকার পতনে বিএনপি-জামায়াতের একদফা কর্মসূচি চলাকালে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এ হামলায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এছাড়া ৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতের পক্ষ থেকে ক্ষমা চাওয়া না হলে তাদের খবর বর্জন করা হবে।
সমাবেশে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘আজ অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা এই প্রতিবাদ সমাবেশ করছি। আমাদের ৩০ জন সাংবাদিক রাজনৈতিক কর্মসূচি কভার করতে গিয়ে আহত হয়েছেন। বাংলাদেশে গতকাল যা ঘটে গেছে, তা নজিরবিহীন। দুঃখজনক ব্যাপার হচ্ছে, যখন কোনো সাংবাদিকের ওপর আঘাত আসে, তখন এর পেছনে কোনো দুরভিসন্ধি থাকে। নিশ্চয়ই কাল কোনো দুরভিসন্ধি ছিল। যদিও তারা সেটা করতে না পেরে এই হামলাটি চালিয়েছে। সাংবাদিকদের ওপর হামলার পরিণতি ভোগ করতে হবে তাদের। সাংবাদিক সমাজ জেগে উঠলে তার পরিণতি থেকে কেউ রক্ষা পায়না। সাংবাদিকদের ওপর হামালার জন্য বিএনপিকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে ও দু:খ প্রকাশ করতে হবে।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত