অভিজিৎ পাল
পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিমা অঞ্চল চষে বেড়াচ্ছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি। গত ১৫ জুন থেকে পদ্মাসেতুর উদ্বোধনীস্থল এবং জাজিরা প্রান্তে সমাবেশ স্থল প্রদর্শন করেছেন। গোপালগঞ্জ, খুলনা ও বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে বর্ধিত সভা করে স্থানীয় আওয়ামী লীগের প্রস্তুতির ব্যাপারে দিক নির্দেশনাসহ সহযোগিতা করছেন।
গত ১৬ জুন বিকালে খুলনা মহানগর ও জেলা শাখার বর্ধিত সভায় তিনি পদ্মা সেতু নিয়ে তাঁর ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
পদ্মাসেতু জাতি হিসেবে আমাদের অপমানের জবাব
বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে তাদের বিনিয়োগ প্রত্যাখ্যান করে বাংলাদেশ ও বাঙালি জাতিকে অপমানিত করেছেন। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের নেত্রী পদ্মা সেতু নির্মাণ করে সেই অপমানের জবাব দিয়েছেন। পদ্মাসেতু আমাদের মর্যাদা, আমাদের অপমানের জবাব।
১৯৭৩ সালে জাতির পিতার শুরু করা পদ্মাসেতুর কাজ সম্পন্ন করছেন তাঁরই কন্যা শেখ হাসিনা
বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য সেখ হেলাল উদ্দিন এমপি বলেন, বিএনপি-জামায়াত জোট মিথ্যাচার করছে। তারা বলে বেগম খালেদা জিয়া পদ্মা সেতুর কাজ শুরু করেছেন। সত্য হলো ‘১৯৭৩ সালে জাতীয় সংসদে আমার ফুফাতো ভাই লিটন চৌধুরীর ও নিক্সন চৌধুরীর বাবা ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) প্রথম পদ্মাসেতুর প্রস্তাবনা করেন। সে সময় ভিজিবিলিটি নির্ধারণ হয়, পরিকল্পনা করা হয় রাস্তা ঘাটের। তিনি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ আর নেই। কিন্তু তাঁদের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের অসমাপ্ত স্বপ্ন আজ বাস্তবায়ন করছেন। আর হয়তবা এ কারণেই মাদারীপুরের শিবচর ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে উদ্বোধনী জনসভা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতু শেখ হাসিনার সততা ও দৃঢ়তার প্রতীক
পদ্মা সেতু আমাদের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততার প্রতীক। বিশ্ব ব্যাংক ও অন্যান্যরা যখন অসৎ উপায়ে পদ্মাসেতুর কাজ করতে চেয়েছিল তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। সে টেন্ডার করে সবথেকে কম টাকায় যারা করতে চেয়েছেন তাদেরকে দিয়েই কাজ করিয়েছেন। আজকে ক্যানাডার কোর্টে প্রমান হয়েছে আমরা চোর না। তারা বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনাকে দোষারোপ করছে, আমার ছোট বোন বঙ্গবন্ধুর মেয়ে শেখ রেহনাকে দোষারোপ করেছে। জয় রে দোষারোপ করছে। পুতুল রে দোষারোপ করছে। জয় এই সবের ভিতর থাকে না। তার আইডিয়াই নেই এসকল বিষয়ে। ববিকে তাঁরা জড়িত করছে, নিক্সনকে তাঁরা জড়িত করেছে। এটা একটা ষড়যন্ত্র। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর এমন ষড়যন্ত্র হয়েছে। প্রথমে বঙ্গবন্ধুর পরিবারের সকলকে হত্যার পর তাঁর পরিবারের অন্য সদস্যদের এ্যাটাক করা হয়েছে। প্রথমে বলা হয়েছে বঙ্গবন্ধুর পরিবারের লোকজন ভালো না। তারপর আওয়ামী লীগকে ধরে তারা। আওয়ামী লীগের নেতাদের জেলখানায় হত্যা করে। আজকে প্রমান হয়েছে গেছে আওয়ামী লীগের মাধ্যমেই জনগনের ভাগ্যের পরিবর্তন হয়। আর এই সকল ষড়যন্ত্রের জবাব পদ্মা সেতু। পদ্মা সেতু শেখ হাসিনা, বাংলাদেশের জনগণ ও বাংলাদেশের সততার ও দৃঢ়তার প্রতীক।
ঢাকার সাথে একটি অঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপন
পদ্মাসেতুর মাধ্যমে ঢাকার সাথে এই অঞ্চলের সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে। যা আমাদের অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, সমাজ ব্যবস্থাসহ নানা দিকে সুফল বয়ে আনবে। সমৃদ্ধ হবে মোংলা ও পায়রা বন্দর, দক্ষিণ পশ্চিতা অঞ্চলের নানা ধরনের ব্যবসায়িক, শিক্ষা, চিকিৎসা ও সরকারি এবং বেসরকারি অফিস গড়ে উঠবে। যা এই অঞ্চলের বেকারত্ব সহ সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন আনবে। যার প্রভাবে বাংলাদেশের জিডিপি আরো বেড়ে যাবে।
পদ্মাসেতু উদ্বোধন সারাদেশের মানুষের কাছে আজ উৎসব
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ‘পদ্মা সেতু উদ্বোধন শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চলের উৎসব নয়, সারাদেশের মানুষের কাছে উৎসব’ কোড করে তিনি বলেন। এই উৎসব বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা জনগণকে সাথে নিয়ে উদযাপন করবে। সেই লক্ষেই একটি কালের সাক্ষী হওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা। খুলনা মহানগর ও জেলা থেকে লক্ষ মানুষ উপস্থিত হবে কালের সাক্ষী হতে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে।
পাড়ায় মহল্লায় সাধারণ মানুষকে সাথে নিয়ে উৎসব পালন করবে আওয়ামী লীগ
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেন, আমরা যারা উদ্বোধনী অনুষ্ঠানে যাবো তারা যাবো। আরা যারা এলাকায় থাকবেন তারা এলাকার সাধারণ মানুষদের নিয়ে উৎসব পালন করবে। বিজয় মিছিল, মিষ্টি বিতরণ, দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়াও তিনি যারা পদ্মা সেতু উদ্বোধনের যাবেন তাদের বিষয়েও কিছু নির্দেশনা দেন। যেমন, শুকনো খাবার রাখার ব্যবস্থা, ডায়বেটিস রোগীদের সুগার যাতে ফল না হয় সে জন্য গাড়ীতে খেজুর রাখা, পর্যাপ্ত পানি ও স্যালাইনের ব্যবস্থা রাখা, সাথে এ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া। যে বাসে যারা যাবেন তাদের কাছে বাসের নাম্বার, ড্রাইভারের ফোন নাম্বার দিয়ে দেওয়াসহ নানা নির্দেশনা দেন তিনি।