
আন্তর্জাতিক ডেস্ক : ওমরাহ পালনের দৃঢ় ইচ্ছা নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন পাকিস্তানি যুবক সাকিব রেহমান। সঙ্গি ছিল বাইসাইকেল। শেষ পর্যন্ত ৮৫ দিন সাইকেল চালিয়ে সৌদি আরবের পবিত্র শহর মদিনায় পৌঁছেছেন তিনি। সাকিব রেহমান গত ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করেছিলেন। অবশেষে চলতি মে মাসে ৮৫ দিন পর তিনি মদিনায় পা রাখেন। হাজারো মুসলিমের মতো মক্কা-মদিনায় যাওয়ার স্বপ্ন দেখেন সাকিব রেহমান। তবে তিনি এটি করতে চান সাইকেলে চড়ে। অতঃপর তিনি সকল প্রস্তুতি নিয়ে রাস্তায় নেমে পড়েন। মদিনায় পৌঁছনোর পর সাকিব রেহমান বলেন, আমি আমার নবী (সাঃ) এর শহর মদীনার সৌন্দর্য দেখে খুব ভাগ্যবান এবং আনন্দিত বোধ করছি। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে, আমি শেষ পর্যন্ত এটি করেছি। আমি মাত্র ৮৫ দিনে ৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছি। ঠিক যেন স্বপ্ন সত্যি হওয়ার অনুভূতি। যাত্রাকালে সৌদি ও পাকিস্তানিদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন সাকিব রেহমান। তিনি সাইকেল চালিয়েই মক্কায় যান এবং ওমরাহ পালন করেন। তিনি বলেছেন যে, সুন্দর স্মৃতির সাথে এটি তার অবিশ্বাস্য অভিজ্ঞতা ছিল।