
ক্রীড়া প্রতিবেদক : এক দশকের বেশি সময় পর মিরপুরে বাংলাদেশ নারী ক্রিকেট দল কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজর দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামে নিগার সুলতানা জ্যোতিরা। প্রথম টি-টোয়েন্টি হেরে সিরিজে পিছিয়ে রয়েছে টাইগ্রেসরা। এদিনে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্মৃতি মান্ধানা ও হারমনপ্রিতরা। আগে ব্যাট করতে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে ভারত। সিরিজে ফেরার ম্যাচে ৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলাতানা জ্যোতির লড়াইয়ের পরও ৮ রানে হেরেছে স্বাগতিকরা। এই জয়ে এক ম্যাচে হাতে রেখেই জিতল ভারত।
৯৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে টাইগ্রেসরা। দলীয় ৩০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু অধিনায়ক নিগার সুলাতানা ও স্বর্ণা আক্তারের ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে স্বাগতিক দল।
শেষ ৩৬ বলে জয়ের জন্য টাইগ্রেসদের ৩৩ রান প্রয়োজন ছিল। কিন্তু ১৫তম ওভারে স্বর্ণা আক্তার ফিরে গেলে খানিকটা চাপে পড়ে জ্যোতিরা। এক প্রান্তে টাইগ্রেস অধিনায়ক দাঁড়িয়ে থাকলেও সং দেওয়ার মতো কেউ ছিল না। শেষ পর্যন্ত ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে ৮ রানে দ্বিতীয় টি-টোয়েন্টিও জিতে নেয় সফরকারীরা।