ক্রীড়া প্রতিবেদক : এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ নামক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপের ৩য় ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে টাইগার্স দল। পর পর দুই আসরেই খুলনা টাইগার্স তাদের শিরোপা ধরে রাখলো। গত শনিবার রাজধানীর সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে খুলনা টাইগার্স দল আসরের রানার্স-আপ ঢাকা ড্যাজলারস দলকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট সেরা হয়। বিজয়ী দলের ফয়সাল চমৎকার ক্রিড়া নৈপূণ্য দেখিয়ে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন। ৩য় ৯৭-৯৯ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ নামক টুর্নামেন্টের এবারের আসরে ঢাকা, খুলনা, নোয়াখালি, দিনাজপুর, নারায়নগঞ্জ, বরিশাল, পাবনা, ব্রাক্ষ্মণবাড়িয়া, জেলা থেকে সর্বমোট ১৫টি দল অংশ নিয়েছিল। গত ৮ই মার্চ গত আসরের চ্যাম্পিয়ন খুলনা টাইগার্স এবং ঢাকা ড্যাজলারস মধ্যেকার ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল এবং আয়োজক কমিটির সাথে উপস্থিত ছিলেন। ৪ দিনব্যাপি এই আসরে ৬ টি ভিন্ন ভেন্যুতে মোট ২৭ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্ট এর পৃষ্ঠপোষক মাভিন অটোস, সাফারি স্পোর্টস, ওয়েল ফুড,এসিআই লিমিটেড, হিপ্স ওয়ার, নুরা আলম ট্রেডিং, মাসুম এন্টারপ্রাইজ এর প্রতিনিধিরা। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা তুলে দেন অতিথিরা। প্রায় হাজার খানের দর্শক ও গ্রুপের সদস্যদের এর উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএসসি-৯৭। এইচএসসি-৯৯ গ্রুপের সাধারণ সম্পাদক মুন্তাসির সানিয়াত, আয়োজক কমিটির সদস্য রাসেল হাসান, ডা: রেজোয়ানুল হক এলিন, ডা: আশরাফুল আলম, শহিদুল ইসলাম, নুরুল হায়াত টুটুল, জাবের সিরাজী সহ গ্রুপের প্যানেল ও নির্বাহী কমিটির সদস্যরা।